মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সীমান্তের ওপারে গোয়াইনঘাট-জৈন্তার ১৩ জন আটক

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৪, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন সীমান্তের ওপারে ভারতে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ১৩ জন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তাদেরকে রোববার (২২ ডিসেম্বর) রাতে সীমান্ত থেকে আটক করে বিএসএফ। পরে সে দেশের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে। 

তবে এ বিষয়ে আটকদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানাপুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি।

সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকায় ওপারে অবৈধভাবে অবস্থানকালে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরদিন (২৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশের মাধ্যমে তাদরে কারাগারে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সিলেটভিউ-কে বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। ফলে আটকদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সিলেটভিউ-কে বলেন, আমরা  সোর্স মারফত শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা আটকদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।

সর্বশেষ - জাতীয়