নিউজ ডেস্ক : সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ওষুধের বড় একটি চালান জব্দ করেছে ১৯ জকিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ভারতীয় চিনি, জুতা ও থ্রিপিসের কয়েকটি চোরাচালানও।
শনিবার (৩০ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর এলাকার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে এসব চোরাচালান জব্দ করা হয়।
জব্দ হওয়া চোরাচালানের মধ্যে রয়েছে ৬৩ হাজার ৩১৫ টি ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, ৩ হাজার ৬৫০ কেজি চিনি, ২৯ জোড়া ভারতীয় কেডস জুতা, ১০ টি ভারতীয় থ্রিপিস। জব্দ মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০টাকা।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, এর আগে ২৮ ও ২৯ নভেম্বর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১২ কেজি ভারতীয় চা পাতা, দুই হাজার একশ’ কেজি চিনি, ২৯০০০ পিস সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ৭০ কেজি ভারতীয় পোস্তদানা এবং চারটি ভারতীয় গরু জব্দ করে। ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিশেষ অভিযানে জব্দকৃত মালামালে আনুমানিক সিজারমূল্য ৩৮ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।