শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেটে আবারো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ

    সিলেটে আবারো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

 

 

 

সিলেট সীমান্ত থেকে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের তিন দিনের মধ্যে আবারো কোটি টাকার চালান আটক করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যের একাধিক চালান জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, গত বুধ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- সুপারি ১৫ হাজার ৬০০ পিস, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি মেহেদী পাউডার, ৮১ বোতল মদ ও ২ বোতল বিয়ার। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় জব্দ করা হয় ৪ হাজার কেজি রসুন।
চোরাচালান ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি ট্রলিও জব্দ করা হয়। এ ছাড়া অভিযানকালে সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৯৪ লাখ ১৫০ টাকা।

সর্বশেষ - জাতীয়