সুরমা পারের কথা ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় চোরাই মাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান।
তিনি জানান, শুক্রবার সকালে চোরাই মালসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি কাভার্ডভ্যান ধাওয়া করেন বিজিবির জোয়ানরা। পরে আন্দিউড়া এলাকায় ভ্যানটি ফেলে চালক পালিয়ে গেলে ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকলেট, ৪১ হাজার ৭২৭ পিস ক্রিম ও অয়েন্টমেন্ট ক্রিম, ৯ লাখ ৭২ হাজার পিস বিভিন্ন ধরনের টেবলেট, এক হাজার ৪৭৬ প্যাকেট লজেন্স, এক হাজার ১২৫ মিটার স্যুটের কাপড়, ছয় হাজার ৩৮৯ মিটার জর্জেট কাপড়, পাঁচ হাজার ৯৯০ পিস কসমেটিক্স জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।