সুরমা পারের কথা ডেস্কঃ
সিলেটের গোয়াইনঘাট খাশিয়ার গুলিতে সবুজ (২০) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার দমদমিয়া সীমান্ত এলাকায় ঘটেছে।
নিহত সবুজ ভিতরগুল পাহারতলী গ্রামের আবু্ল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ পিলারের ২শ’ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে নিহতের সবুজের লাশ পড়ে থাকতে দেখা যায়।
দমদমিয়া সীমান্তের ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে একজন বাংলাদেশিকে হত্যার খবর পেয়েছি। বিষয়টির সত্যতা নিশ্চিতে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হচ্ছে।