সুরমা পারের কথা ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে সিলেটে জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্ট ২৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কনসার্টে বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে এবং জুলাই বিপ্লবের ১০০ জন আহত যুদ্ধাদের অনুষ্ঠানে সম্মাজনক ভাবে দাওয়াত দিয়ে আনার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন জুলাই বিপ্লবের আহত যুদ্ধারা সহ খোদ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,এবং তিনি এই মিউজিক ফেস্ট বয়কট করেছেন ।