সুরমা পারের কথা ডেস্কঃ
বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থানীয় আহমদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে তৃনমূল বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রাক্তণ আহ্বায়ক কমিটির সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আজমল আলী মাসুকের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণে অংশ গ্রহন করেন।
দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি বাবরু মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুনা মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহেল মিয়া, ০৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বিএনপি নেতা হারুন মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার মিয়া, বিএনপি নেতা ফখরুদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিএনপি নেতা আয়না মিয়া, চেরাগ আলী, জমির উদ্দিন, রকিব মিয়া, আবুল মিয়া, আব্দুল নূর, আব্দুল জলিল, আখবুল আলী, রুমেল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায় কমিটির সদস্য রেহাদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান আজাদ, ইউনিয়ন যুবদলের নেতা আমির হোসেন সোহাগ, সিলেট জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান আহমদ লস্কর, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, বুরহান আহমদ, আনোয়ার মিয়া, জুবায়ের আহমদ পাপ্পু, শাহাবুদ্দিন,রিপন মিয়া, লিটন আহমদ, মোর্তজা আলী, খসরু মিয়া, কাওসার মিয়া, লতিফ মিয়া, দেওয়ানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আহমদ, সুহেল মিয়া, হাফিজুর রহমান, রেহান আহমদ, আব্দুল লতিফ, সুমন আহমদ, ফখরুল ইসলাম, ফাহিম আহমদ, নয়ন মিয়া, তোফাজ্জল আহমদ, সালেখ আহমদ, শাহাবুদ্দিন, আব্দুল কাইয়ুম, উপজেলা শ্রমিকদল নেতা নাজিম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মুসলেখ আহমদ, সাজু মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কামরুল হোসেন, নুরুল ইসলাম রায়হান, মোহাম্মদ সামাদ আহমদ, তোফায়েল আহমদ নোমান, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আনিস খান, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা এনায়েতুর রহমান সাকিব, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাবির আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মুহাইমিন আহমদ জুলহান, নাহিদ আহমদ, আফরান শাকিল, ইমরান আহমদ সেজন, হাসান আহমদ, জালালপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদল নেতা জসিম উদ্দিন, ইমন আহমদ, রেজু আহমদ, সাইফুল ইসলাম, তানিম ইকবাল, আল-আমিন, সাফেখ আহমদ, আফজল আহমদ, সালমান আহমদ, পাবেল আহমদ প্রমুখ।