সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৯, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিবরা একান্ত আলোচনাতেও মিলিত হন।

বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলেও কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বিকেলে গণমাধ্যমের কাছে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

বৈঠকের পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যেই সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সকাল ৯টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে কুর্মিটোলা বিমানঘাঁটিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

সর্বশেষ - জাতীয়