সুরমা পারের কথা ডেস্কঃ
বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিবরা একান্ত আলোচনাতেও মিলিত হন।
বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলেও কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বিকেলে গণমাধ্যমের কাছে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
বৈঠকের পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।