নিউজ ডেস্ক : ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন।গোষ্ঠীটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত শনিবার দেশটির রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে এক বিমান হামলায় নিহত হন আফিফ।লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়, রাস আল–নাব্বা এলাকায় এ হামলা চালানো হয়।
ইসরায়েল খুব কমই বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর সিনিয়র নেতাদের হত্যা করেছে, যাদের কোনো স্পষ্ট সামরিক ভূমিকা নেই। এসব হামলার বেশিরভাগই বৈরুতের দক্ষিণ এলাকায় করা হয়েছে, যেখানে সংগঠনটির বেশিরভাগ নেতারা অবস্থান করেন।
যে ভবনে হামলা চালানো হয়েছিল, সেটি ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। বাথ পার্টির লেবানন শাখার সেক্রিটারি জেনারেল আলি হিজাজি হিজবুল্লাহর গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আফিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘লেবানিজদের কণ্ঠস্বর এবং জনসচেতনতা সৃষ্টি ও জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার অভিযানের প্রতীক ছিলেন আফিফ।’ আফিফকে হত্যার ঘটনাকে ইসরায়েলের পক্ষ থেকে ‘একটি আগ্রাসী ও জঙ্গি কার্যক্রম’ বলে অভিহিত করেন বাঘাই।
ইসরায়েলের সামরিক বাহিনী রবিবার একটি বিবৃতি জারি করে জানিয়েছিল, তারা আফিফকে ‘নির্মূল’ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এদিকে আল জাজিরা জানিয়েছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে পৌঁছেছে। সূত্র: রয়টার্স