সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

আসাদের পতন গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখল’ করল ইসরাইল

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৯, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বাশার আল-আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরাইল। শুধু তাই নয়, ইসরাইলি বাহিনী কৌশলগত এলাকার ইসরাইল-অধিকৃত অংশের কাছাকাছি ৫টি গ্রামে বসবাসকারী সিরিয়ানদের ‘ঘরে থাকতে’ সতর্ক করেছে।

রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন মতে, সিরিয়ার বিরোধী বাহিনীর তোপের মুখে বাশার আল-আসাদের শাসনের অবসানের পর ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে সিরিয়ার সাথে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত গোলান মালভূমিতে একটি বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছেন।
 
নেতানিয়াহু রোববার বলেছেন, কয়েক দশকের পুরনো চুক্তি ভেঙে পড়েছে এবং সিরিয়ার সেনারা তাদের অবস্থান ত্যাগ করেছে। যার ফলে ওইসব এলাকা ইসরাইলের ‘দখলে নেয়ার প্রয়োজনীয়তা’ দেখা দিয়েছে। 
 
 
তিনি বলেন, ‘আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠা করতে দেব না।’
 
১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং এটিকে সংযুক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার ভূখণ্ড বেআইনিভাবে দখল করা বলেই মনে করে।
 
এদিকে নেতানিয়াহুর মন্তব্যের পর, ইসরাইলি সামরিক বাহিনী ওফানিয়া, কুনেইত্রা, আল-হামিদিয়া, সামদানিয়া আল-গারবিয়া এবং আল-কাহতানিয়াতে বসবাসকারী সিরিয়ানদের জন্য একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে – যার সবগুলোই গোলান মালভূমির ইসরাইল-অধিকৃত অংশের কাছাকাছি অবস্থিত। 
 
 
এসব গ্রামের বাসিন্দাদের উদ্দেশে ইসরাইলি সেনাবাহিনীর আরবি-ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আপনার এলাকায় লড়াই আইডিএফকে (ইসরাইলি সামরিক বাহিনী) কাজ করতে বাধ্য করছে এবং আপনাদের ক্ষতি করার ইচ্ছা আমাদের নেই।’

সর্বশেষ - জাতীয়