সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

৫ টাকা ভাড়া নিয়ে বিতর্ক, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৯, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

বাহুবল থানাসূত্রে জানা যায়, সাজিদ মিয়া নামে এক যাত্রী তার গ্রামের বাড়ি ভেড়াখাল যাওয়ার উদ্দেশে ইজিবাইকে উঠেন। তিনি ১০ টাকা ভাড়া দিলে চালক সালমান মিয়া আরও ৫ টাকা দাবি করেন। চালকের বাড়ি সাতপাড়িয়া গ্রামে। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

বিষয়টি গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৪ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাঙ্গা বন্ধ করতে পুলিশ ৭ রাউন্ড টিয়ারগ্যাস ছুড়ে বলে জানান বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম। ৪ ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

দোকানপাটে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাহুবল উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া খাতুন জানান মোট ৫৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। এখনও মামলা হয়নি।

বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন- ইজিবাইক ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

বিপ্লবের চেতনা ধ্বংস হলে জাতির কপালে দুর্ভোগ আছে

রাসুল (সা.)’র রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা

শনিবার সিলেটের অর্ধশত এলাকায় ৮ ঘন্টার বিদ্যুৎ সাট-ডাউন

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

সাদ পন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবো: প্রধান উপদেষ্টা

বিভাগীয় শহরে হবে শাবির ভর্তি পরীক্ষা