সুরমা পারের কথা ডেস্কঃ
এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৈঠকে অংশ নেন। ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তনের পর এটি দিল্লির কোনো শীর্ষ নীতিনির্ধারকের প্রথম ঢাকা সফর।
বৈঠক শেষে বিক্রম মিশ্রি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকের পর আজই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।