বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৯শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

কোনোদিন রূপনগরে যাইনি রিমান্ড শুনানিতে জ্যাকব

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২০, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : আমার জীবনে মিরপুরের বিভিন্ন জায়গায় গেলেও কোনোদিন রূপনগরে যাইনি। ওই এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি কেমন তাও জানি না- আদালতে এসব কথা বলেছেন ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকব। বুধবার (২০ নভেম্বর) ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলায় রিমান্ড শুনানিকালে এসব কথা বলেন তিনি।

জ্যাকব বলেন, আওয়ামী লীগের রাজনীতি করেছি ভোলার চরফ্যাশনে। ঢাকায় কোনোদিন কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম না। এই যে শামীম হাওলাদার হত্যার কথা বলা হচ্ছে তাকে কোনোদিন দেখিও নি। নামও শুনিনি। শুধু শুধু এই মামলায় আমাকে জড়ানো হয়েছে।

তিনি বলেন, আপনি বিচারক আপনাকে বলি, আমাকে রিমান্ডে দিবেন না। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। যে কাজ আমি করিনি তার জন্য কেন আমাকে সাজা দিবেন। আমার এলাকায় আমি যত উন্নয়ন করেছি তা না দেখলে বোঝানো যাবে না। নদী উপকূলবর্তী এলাকার চেহারা বদলে দিয়েছি আমি। আমার এলাকার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক

সমন্বয়ক খালেদকে ‘গু মে র চেষ্টা’, নিয়ে আসা হয়েছিলো সিলেটে

সমন্বয়ক খালেদকে ‘গু মে র চেষ্টা’, নিয়ে আসা হয়েছিলো সিলেটে

সুনামগঞ্জে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

সুইজারল্যান্ড থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার

মৃত্যুর সময় যাদের কালেমা নসিব হয়

আগামীর বাংলাদেশ কেমন হবে জানালেন: প্রধান উপদেষ্টা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট

শাবিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না: অর্থ উপদেষ্টা