শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৯শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৬, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন। পঞ্চম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিশরা। ম্যাচটি তাদের কাছে নিয়মরক্ষার হলেও ব্যাপক গুরুত্বপূর্ণ ছিল ডেনিশদের কাছে। কারণ, স্পেনের বিপক্ষে জিতলে বা ড্র করতে পারলেও শেষ আটে জায়গা পেত ডেনমার্ক।

কিন্তু শুক্রবার (১৫ নভেম্বর) রাতে কোপেনহেগেনে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে ডেনমার্ক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করতে হবে ডেনমার্ককে। সেটি করতে পারলে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে তারা।

এদিন ম্যাচের ১৫ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী স্পেন। ৫৮ মিনিটে আয়োজ পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা।

৮৪ মিনিটে স্বাগতিক ডেনমার্কের হয়ে একটি গোল করেন গুস্তাব আইজেকসেন। শেষ বাঁশির সমতাসূচক গোলটি পায়নি ডেনমার্ক। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।

এতে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক। ৫ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সুইজারল্যান্ড।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরিয়ায় এক সপ্তাহে নিহত অন্তত ৩৭০ : জাতিসংঘ

আইপিএল নিলামের আগেই দল পেয়েছেন যেসব ক্রিকেটার

নির্বাচন বিলম্বিত হলে বিপ্লব ব্যাহত হতে পারে

সাতছড়িতে সিন্ডিকেটে অবৈধ লেবু চাষ, হুমকির মুখে জীববৈচিত্র‍্য!

তীব্র শীত কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

বিজয় দিবসে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির শ্রদ্ধা

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

৩ বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী

টস জিতে ফিল্ডিংয়ে চিটাগাং কিংস

১৭ বছর পর কারামুক্ত বিএনপির আবদুস সালাম পিন্টু