নিউজ ডেস্ক : লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।বুধবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।
যুদ্ধবিরতি শুরু হলেও এখনই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। তবে ৬০ দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এটা উদযাপনের জন্য করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হাজারো মানুষ। তবে লেবাননের সেনাবাহিনী ইসরায়েল সীমান্তবর্তী বসতিদের নিজ বাড়িতে ফিরতে একটু অপেক্ষা করতে বলেছে।
গতকাল মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলে তিনি জানান, সকাল ৪টায় যুদ্ধবিরতি কার্যকর হবে। সূত্র: রয়টার্সের।