বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

হবিগঞ্জে মাদকসহ ৩ কারবারি আটক

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২০, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : হবিগঞ্জে ইয়াবা ও গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ নভেম্বর) ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক তিনজনের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়।

মাদক কারবারিরা হলেন-চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার ভোররাতে মাধবপুর উপজেলায় অভিযান চালায়। সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ ওমর ফারুক ও শাহিনকে আটক করা হয়েছে।

একই রাতে চুনারুঘাটের চন্দনা ধলাইপাড় গ্রাম থেকে কাজলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়েছে।

পৃথক অভিযানের ব্যাপারে বুধবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর থানায় আলাদা দুটি মামলা করে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়