রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

হবিগঞ্জে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ৫

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২৪, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোরে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেন। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী মোটর সাইকেল চোরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ রুকু মিয়া (২৭), মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)।

এর আগে শনিবার দিবাগত রাতে মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেন। তারা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়