শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৭, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে কোনো দল। যুব হকির বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের এমন সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে পুরস্কার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে ওমানে যুব এশিয়া কাপ শেষে দেশে ফেরা দলকে বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাহফের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুরো দলের জন্য পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন।

বৈশ্বিক অঙ্গনে দেশের হকির অন্যতম বড় অর্জন এটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলের কোচ মওদুদুর রহমান বলেন, ‘এই দলটা চমৎকার। খেলোয়াড়দের মধ্যে ভালো করার তাড়না আছে। একদিনে হয়তো বড় কিছু হবে না। তবে, ঠিকভাবে দেখভাল করলে একদিন হয়তো বাংলাদেশকে মূল বিশ্বকাপে নিয়ে যাবে দলটি।’

সর্বশেষ - জাতীয়