শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

স্কুলে ভর্তি : প্রথম দুই দিনে আবেদন পড়েছে ১ লাখ ৮৭ হাজার

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৬, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১২ নভেম্বর। এর মধ্যে প্রথম দুই দিনে (১২-১৪ নভেম্বর) ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন শিক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৩০২টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কুল শাখা বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন শিক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৩০২টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। সরকারি স্কুলের মধ্যে ২ লাখ ১ হাজার ২৬টি স্কুল পছন্দ দিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি স্কুলে ৫৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী ১ লাখ ১ হাজার ২৭৬টি স্কুল পছন্দ দিয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি স্কুল পছন্দ দিতে পারে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপ-পরিচালক আজিজ উদ্দিন জানান, টেলিটক ভর্তি আবেদনের সংখ্যা আমাদের জানায়। তারা প্রতি দুইদিন পর পর তথ্য দেয়। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তথ্যমতে, ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন শিক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৩০২টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে।

তিনি জানান, প্রথম দিনের আবেদনের সংখ্যা কম থাকে। শেষের দিকে এ আবেদনের সংখ্যা বাড়বে।

মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত দুইদিনে (বৃহস্পতিবার পর্যন্ত) আবেদন করেছে ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

মোট আসনের মধ্যে ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে আছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসন। এর বিপরীতে আবেদন করেছে ৫৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া; চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম ধাপে অপেক্ষমাণ তালিকা থেকে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা থেকে ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

সর্বশেষ - জাতীয়