বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সুনামগঞ্জে ছাগলকান্ডে নারী খুন

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দুইপক্ষের দন্দ্বের জের ধরে শামছুন্নাহার বেগম (৩২) নামে নারী খুনের অভিযোগ ওঠেছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রামের সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুইপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা ও বোন জামাতা রাজিব মিয়া আহত হন। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, কদম গাছের পাতা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়