বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সিলেটে আবারও চো রা ই পথে নিয়ে আসা রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৫, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পৃথক অভিানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত  সিলেট জেলা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া চাল, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি তাল মিছরি, ১ টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।

এছাড়াও ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র জোয়ানরা ১, ২ ও ৩  ডিসেম্বর অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি চা পাতা, ১ টি পালসার মোটরসাইকেল এবং ১ টি ইঞ্জিনচালিত  নৌকা জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা।

সর্বশেষ - জাতীয়