রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সা’দপন্থী নেতা নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২২, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রোববার দুপুরে কড়া পুলিশে নিরাপত্তায় গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় তাকে। এ সময় পুলিশ সাত দিন রিমান্ড চাইলে বিচারক তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর জুবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। এর আগে গেলো ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন এবং আহত হন শতাধিক।

সর্বশেষ - জাতীয়