বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

সচিবালয়ে আগুনের ঘটনায় আসিফ মাহমুদের হুঁশিয়ারি

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, বিগত সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ চলমান ছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছিল।

পোস্টে তিনি আরও বলেন– অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। এই মুহূর্তে নীলফামারিতে অবস্থান করছি, তবে যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরছি।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি। তবে ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি তার মন্ত্রণালয়ের স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হতে পারে।

উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায় আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ - জাতীয়