বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

শৈত্যপ্রবাহ শুরু কবে জানাল আবহাওয়া অফিস

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১২, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

রাজধানীতে হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে। ঘনকুয়াশার সঙ্গে রয়েছে হিমেল বাতাসও। এছাড়া দেশের বিভিন্ন জেলায় হাঁড় কাঁপানো শীত পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। শীতের প্রকোপ আগামী চারদিনে আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় সকাল ৮টা। সাধারণ দিনে এ সময় সূর্য উঁকি দিলেও আজ তার দেখা মেলেনি৷ কুয়াশা আর শীতের প্রকোপে জবুথবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছেন চায়ের দোকানে, কেউবা আগুনের কুণ্ডলী জ্বালিয়ে নিচ্ছেন তাপ। হঠাৎ শীতের আগমন এভাবেই বিপাকে ফেলেছে রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের।

বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় বেলা ১১টা পর্যন্তও কুয়াশা দেখা গেছে নগরীর বিভিন্ন প্রান্তে। দুপুরের আগে সূর্যের দেখা না মেলার পূর্বাভাস আবহাওয়া অফিসের। বছর শেষের শীত এখন শৈত্যপ্রবাহে রূপ নিতে যাচ্ছে। যেকারণে হঠাৎ কমেছে উষ্ণতা। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের অনুভূতি। এই ধারা আরও চার থেকে পাঁচদিন চলবে বলেই জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শীতের প্রকোপ আরও বাড়বে। আগামী শনি অথবা রোববার সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল আগামী দু-তিন দিন নিয়মিত কুয়াশার চাদরে ঢাকা থাকবে।
 
বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে আবহাওয়া অফিস । বাতাসে ৯৩ শতাংশ আদ্রতা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গার দর্শনায় রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - জাতীয়