সুরমা পারের কথা ডেস্কঃ
রাউন্ড দ্য উইকেট থেকে বলটি বাইরে বরে করে দিয়েছিলেন কেমার রোচ। বাঁহাতি মুমিনুল হক ব্যাট ধরেছিলেন অফ স্টাম্প বরাবর। কিন্তু বল যাচ্ছিল কাল্পনিক ফোর্থ স্টাম্পের দিকে। ফলে এজ হন তিনি, ঝাঁপিড়ে পড়ে গ্লাভসে বল জমা করেন জশুয়া ডা সিলভা। ৬ বলের ডাকে আউট হন মুমিনুল।
এ নিয়ে টেস্টের ১২৮ ইনিংসে ১৭ বার শূন্যে আউট হলেন মুমিনুল। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। মুমিনুল মুক্তি দিয়েছেন আশরাফুল ইসলামকে। টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান ১৬ বার ডাক মেরেছেন। সবচেয়ে বেশি ৪৩টি ডাক কোর্টনি ওয়ালশসের। তবে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২২টি ডাক সাবেক লঙ্কান মারভান আতাপাত্তুর।
সাবিনা পার্কে মুমিনুলের আগে ৩ রান করে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। তার ঘাতকও রোচ, ক্যাচ ধরেন সিলভা। পাঁচ ঘণ্ট পরে শুরু হওয়া টেস্টে ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৫০ ও শাহাদাত হোসেন দিপু ১২ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন।
ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই