মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

শাহজালাল বিমানবন্দরে সোনাসহ আটক ৫

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৩, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ওই সোনাগুলো জব্দ করা হয়।

কাস্টমস হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে। এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার ওজন প্রায় ৭ কেজি এবং বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় সেগুলো সোনা বলে নিশ্চিত হয়ে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কাস্টমস বিভাগের উপ কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া  বলেন, অভিনব কায়দায় চোরাচালানের মাধ্যমে আনা সোনার পাচার কর্মকর্তা-কর্মচারীদের অসাধারণ তৎপরতার কারণে ঠেকানো গেছে। চোরাচালানের মাধ্যমে আনা সোনার উৎস শনাক্ত করতে তদন্ত কাজ চলছে।

সর্বশেষ - জাতীয়