শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

যুক্তরাষ্ট্রের ভিসানীতি শিথিল করলেন বাইডেন

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন এইচ-১বি ভিসার জন্য নিয়ম-নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরো সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় নিয়োগ দিতে পারবে।
এইচ-১বি ভিসার নীতি শিথিলের ফলে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর গত মঙ্গলবার জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে যান, তারা চাইলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন।
হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বলেন, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
এইচ-১বি ভিসা হল একটি অ-অভিবাসী ভিসা। যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এমন বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। প্রযুক্তি সংস্থাগুলো ভারত এবং চীনের মতো দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর নির্ভর করে।

সর্বশেষ - জাতীয়