বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই ফাউল দেন রেফারি

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ২১, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো। তার দাবি মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই ফাউল দেন রেফারি। তবে তাদের বেলায় উল্টো ছবি। খবর গোলডটকম

বুধবার (২০ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন মার্টিনেজ। সেই গোলেই পেরুর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে ঘরের মাঠে গোলে শূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধে পাওয়া গোলে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে স্পষ্টভাবে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। ফেয়ার প্লের দিক থেকেও এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচে আর্জেন্টাইনরা কোনো কার্ড দেখেনি। অন্যদিকে, পুরো ম্যাচে ১৮টি ফাউল করে ৩টি হলুদ কার্ড দেখে সফরকারি পেরু।

ম্যাচ শেষে এই পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করেছেন পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। ম্যাচের পর দেয়া এক সাক্ষাৎকারে পেরুর অধিনায়ক রেফারির পক্ষপাতের ইঙ্গিত করে বলেন, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন কর্তব্যরত রেফারি।

তিনি বলেন, আমাদেরকে ছোঁয়া হলেও কোনো ফাউল দেয়া হয়নি। কিন্তু মেসিকে আঙুল দিয়ে ছোঁয়া হলেই আমাদের ফাউল দেয়া হয়েছে। এটা আমাদের জন্য খেলা অনেক কঠিন বানিয়ে দিয়েছে।

তবে ম্যাচে নিজের দলের ভুলের কথা স্বীকার করে পেরুর আরও আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত বলে মনে করেন এই স্ট্রাইকার।

তিনি বলেন, আমার মনে হয়, আমরা তেমন সাহস দেখাইনি। আমরা আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারতাম। এই ম্যাচে আমরা তেমন ভালো কিছু করতে পারিনি। খালি হাতে চলে যাওয়াটা কষ্টের।

সর্বশেষ - জাতীয়