সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

সুরমা পারের কথা ডেস্কঃ

 

চাঁদপুরে মেঘনার আলুর বাজার এলাকায় একটি কার্গো জাহাজ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহাজ থেকে আরও দুজনকে মুমূর্ষ অবস্থায় ‍উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো জাহাজটি গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে জাহাজটি যথাসময়ে ঢাকায় পৌঁছায়নি।

মালিকপক্ষ খোঁজ নিয়ে জাহাজের বর্তমান অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে জরুরি পরিসেবা ৯৯৯-এ ফোন করে।

পরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।
সেই সঙ্গে জাহাজটিতে মুমূর্ষ অবস্থায় থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
প্রাথমিক ভাবে তাদের কারোরই পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

সর্বশেষ - জাতীয়