শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২১

প্রতিবেদক
surmaparerkotha
জানুয়ারি ৪, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জেরে ক্রিকেট খেলে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ ২১ জন আহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে ফিরোজ সর্দারের গোষ্ঠী ও মাহফুজ মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ক্রিকেট খেলে নিয়ে দুই কিশোরের ঝগড়ার জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ ২১ জন আহত হয়। আহতরা হলেন, কাদির মিয়া(৭৫), নাছির মিয়া (৪০), আঃজলিল-(৩৫), মাসুক মিয়া(৪৩), আবু ছালেক(৩২), গফুর মিয়া (৫৫), সুমন মিয়া(২২),
ফিরোজ মিয়া-(৮৫), আশরাফুল (১৬), মাহিন(১৭), খসরু(৫০), মাহমুদা বেগম (৪৫), আলফু(৭৫), মেমরাজ(২৫),আরিফ মিয়া (২৫), আফিয়া বেগম(৭০), আরাফাত (১৬),শরীফ মিয়া (২০), সাইফুল মিয়া (১৪),
সজীব মিয়া (১৫), রাসেল মিয়া(৩২)। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুমন মিয়া(২২) ও ফিরোজ মিয়া-(৯৫) কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ্যবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়