সুরমা পারের কথা ডেস্কঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘নতুন বাংলাদেশ ও আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বেলা ২টায় নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর কনফারেন্স হলে এই আলোচনা সভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
সভাপতিত্ব করবেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের।
উক্ত আলোচনা সভা ও কাউন্সিল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।