মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মতো একই জায়গায়: রিজভী

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১০, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

রাজশাহী ব্যুরো:

বাংলাদেশ নিয়ে ভারতের রাজনীতিবিদদের আচরণ একইরকম ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মতো এক জায়গায়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজশাহী নগরীর ভুবন মোহন পর্কে ‘দেশীয় পণ্য কিনে হন ধন্য’ শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য, অপপ্রচার চালাচ্ছে ভারতের সাম্প্রদায়িক শক্তি। তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা, বিহার ও উড়িষ্যা-ও দাবি করবো।

রুহুল কবির রিজভী বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমরা ভারতীয় শাল নিবো না। এই দেখেন বাংলাদেশের খদ্দর শাল। শীত যাচ্ছে না? রাজশাহীতে শীত তো বেশি। তারপরও পরে এসেছি। এই পরেই আমরা জীবনযাপন করছি। আগেও করেছি। ছোটবেলা থেকেই পরছি। এখন গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য আসছে। তারা (ভারত) তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করবো না? আমাদের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঞ্জি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। আমরা ভারতীয় পণ্য এজন্য বর্জন করছি, কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।

সর্বশেষ - জাতীয়