রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআইপ্রধান করলেন ট্রাম্প

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩০ নভেম্বর) এফবিআইপ্রধান হিসেবে কাশ প্যাটেলের নাম ঘোষণা করেন ট্রাম্প। খবর রয়টার্সের।

ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান কাশ মূলত একজন দক্ষ আইনজীবী। সেইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট বিশ্বস্তও বলা চলে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে উচ্চপর্যায়ের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন কাশ প্যাটেল। সেইবার তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন।

নির্বাচিত সরকারের বাইরেও কেন্দ্রীয় কিছু সংস্থা বিশেষ করে এফবিআই ও সিআইএ সরকারের বিভিন্ন ইস্যুতে নিজেদের মতো কাজ করে। এটি ‘ডিপ স্টেট’ নামে পরিচিত। এসব বিষয় নিয়েই সরকারের সমালোচনা করেছেন কাশ প্যাটেল। এ বিষয়ে বইও লিখেছেন তিনি। মার্কিন সরকার নিয়ে অনেক বিস্ফোরক তথ্য দিয়ে আলোচিত হন ৪৪ বছর বয়সী এ আইনবিদ।

গত সেপ্টেম্বরে শন রায়ান শো নামে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কাশ প্যাটেল বলেন, এফবিআইর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে। আমি এই বিষয়ে পরিবর্তন করতে চাই। আমি এফবিআইর হুভার ভবনটি বন্ধ করে দেব এবং পরের দিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব।

তিনি আরও বলেছিলেন, হুভার ভবনের ৭ হাজার কর্মীকে বের করে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করবো। তাদের পুলিশের মতো করে অপরাধীদের ধরতে বলবো।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প তার সাবেক উপদেষ্টা এবং পেন্টাগন কর্মকর্তা কাশ প্যাটেলের নাম ঘোষণা করে লিখেন, ‘কাশ একজন দক্ষ আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা। তিনি দুর্নীতির তথ্য তুলে আনা, ন্যায়বিচার রক্ষা, আমেরিকার জনগণকে রক্ষা করতে কাজ করেছেন।

ট্রাম্প আরও লিখেন, তার প্রথম মেয়াদের সময় কাশ অসামান্য কাজ করেছেন। আমেরিকায় মহামারির মতো বাড়তে থাকা অপরাধ দমনে, অভিবাসী অপরাধী চক্রকে গুঁড়িয়ে দিতে এবং সীমান্তের ওপারে মানব ও মাদক পাচার বন্ধ করতে কাজ করবেন তিনি।

বর্তমানে এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্টোফার রে। ২০১৭ সালে ১০ বছরের জন্য সংস্থাটির পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। পরে তার অধীনে এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে। এখন নতুন পরিচালকের নাম ঘোষণা হয়ে যাওয়ায় তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে চাকরিচ্যুত করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজায় ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে ইসরাইল

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

টস জিতে ফিল্ডিংয়ে চিটাগাং কিংস

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফল প্রকাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন অশ্বিন

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শাবিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুইজারল্যান্ড থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার

সাংবাদিকদের জন্য বাংলাদেশসহ যে ৯ দেশ খুব বিপজ্জনক

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।