মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির মুখপাত্র হলেন সারা

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১০, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই দিন রাত ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন। উক্ত কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মালেকা খাতুন সারা।

জানা যায়, মালেকা খাতুন সারা কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাত্রায় শাবিপ্রবি থেকে সক্রিয় একজন ছাত্রী সমন্বয়ক ছিলেন। আন্দোলন চলাকালীন সময় তার ধরা স্লোগানে উজ্জীবিত থাকতো সিলেটের রাজপথ। গত ১৮ জুলাই শাবিপ্রবি গেইট থেকে পুলিশ যখন শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় তখন সিলেট টু সুনামগঞ্জ রোডে গুলিবিদ্ধ হোন তিনি। উল্লেখ্য, সিলেট থেকে মেয়ে নেতৃত্ব হিসেবে জুলাই-আগস্ট বিপ্লবে ব্যাপক ভুমিকা ছিলো তার।
নব অনুমোদিত কমিটির মুখপাত্র মালেকা খাতুন সারা শ্যামল সিলেটকে বলেন, ‘আমি গভীরভাবে কৃতজ্ঞ যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সিলেট জেলার মুখপাত্র হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব কেবল আমার জন্য নয়, আমাদের প্রজন্মের জন্য একটি সুযোগ—বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকারের অধিকার নিশ্চিত করার।’

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈষম্যহীন একটি সমাজই আমাদের স্বপ্নের বাংলাদেশ। বিপ্লব এখনো শেষ হয়নি,দেশ সংস্কারের জন্য এই বিপ্লবে সিলেটের তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই। আসুন,আমরা সবাই মিলে এমন একটি ভবিষ্যৎ তৈরি করি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা, এবং সুযোগ সমানভাবে নিশ্চিত হবে।

কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করে লিখা হয়- “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হলো।”
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১২ জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১৭ জন, সংগঠক ১১ জন ও সদস্য হিসেবে রয়েছেন ২২৮ জন।

সর্বশেষ - জাতীয়