বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল দুইজনের

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১২, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

যশোরের অভয়নগরে বেপরোয়া ট্রাকের চাপায় ব্যবসায়ী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামে ফকিরবাগান এলাকায় নড়াইল-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস (৪০) পুড়াখালী গ্রামের ফকিরবাগান এলাকার ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
তার পুড়াখালী বাজারে একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। নিহত মোটরসাইকেল চালক মহসিন মল্লিক (৩৬) একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯ টার দিকে পুড়াখালী বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহসিন মল্লিক। বাড়ির সামনে পৌঁছালে নড়াইলগামী দ্রতগামী একটি খালি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও আরোহী মারা যান। পরে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আধা ঘণ্টার চেষ্টায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন ব্যবসায়ী ও আরেক জন মোটরসাইকেলচালক। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জনতার হাতে আটক ট্রাক চালকের নাম পরিচয় তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জাতীয়