মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৯, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : কয়েক দিন ধরেই চর্চা হচ্ছে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে। এই চর্চার বড় কারণ তার বিয়ে। কদিনে আগে হুট করেই তার বিয়ের খবর সামনে আসে। প্রকাশ পায় বেশি কিছু ছবিও।

সেসব নিয়ে গণমাধ্যম বেশ ব্যস্ত ছিলে কদিন। কাকে বিয়ে করলেন আফ্রিদি তাই খোঁজা হচ্ছিল।ছবিতে বরের সাজে দেখা যায় তাকে। অনেকে বলেন, তৌহিদ আফ্রিদি রাইসার সঙ্গে বিয়ে করেছেন।

তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবারসহ কনের পরিবার।এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর।

তিনি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব।

কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে—এটা সম্পূর্ণ মহান আল্লাহ লিখে রাখেন। কার, কখন, কোথায়, কিভাবে বিয়ে হবে এখানে কারো হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি ওখানেই কাবিন হয়ে গেছে।

তবে রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি। তার বোন রামিসা আল রিসার সঙ্গে কাবিন হয়েছে তার। বিষয়টি নিয়ে বলেন, ‘সমস্যা হচ্ছে মানুষ আসলে কনফিউজ হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’

সর্বশেষে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চাইব, আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত। উপস্থাপনা করছি। ইউটিউব কনটেন্ট বানানোর কাজ করব।’

সর্বশেষ - জাতীয়