সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বাণিজ্য মেলার প্রস্তুতিতে কিছুটা দেরি, সাজছে জুলাই আন্দোলনের পটভূমিতে

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

বাণিজ্য মেলার প্রস্তুতি নিতে এবার যেন কিছুটা দেরি হলো। কেননা, উদ্বোধনের এক দিন আগেও তৈরি হয়নি অনেক স্টল-প্যাভিলিয়ন। যদিও এখন কর্মযজ্ঞ চলছে ২৪ ঘণ্টা। দেরির কথা স্বীকার করছে আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোও (ইপিবি)।

জুলাই আন্দোলনের থিমে সাজানো হয়েছে এবারের বাণিজ্য মেলা। প্রবেশ ফটকেই মিলবে এর আভাস। গ্রাফিতির আদলে গেটের পাশেও বসেছে ছবি। আরও থাকছে ৩৬ জুলাই চত্বর ও জুলাই চত্বর। শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধর নামে তৈরি হচ্ছে আলাদা কর্নার।

মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ চলছে জোরেশোরে। অনেক স্টল আর প্যাভিলিয়নে নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্রই। তবে যথারীতি মেলা শুরু হচ্ছে পহেলা জানুয়ারি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্ধোধন করবেন।

শুরু থেকেই এবারের বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন ছিল। বিলম্বের শুরু স্টল আর প্যাভিলিয়নের বরাদ্দ নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারে দুই দফা বাণিজ্য উপদেষ্টা বদলে যাওয়ায় দেরি হয়েছে অন্যান্য সিদ্ধান্ত আসতেও। যদিও আয়োজক ইপিবির দাবি উদ্বোধনের আগেই সব প্রস্তুতি শেষ হবে।

সর্বশেষ - জাতীয়