বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বর্ষসেরা একাদশে রিয়ালের আধিপত্য, বাকিরা কে কোন দলের

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

মাত্র ১৭ বছর বয়স লামিনে ইয়ামালের। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ইউরো জিতে ফেলেছেন। বার্সেলোনায় আলো ছড়িয়ে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে পরিচিতিও পেয়েছেন। বর্তমান বিশ্বেরঅন্যতম সেরা এই উইঙ্গার জায়গা করে নিয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। বছরের সেরা একাদশে স্পেনের আরও দুই তারকা। ক্লাবেরহিসেবে গেলে ফিফার সেরা একাদশে রিয়াল মাদ্রিদেরই আধিপত্য।

গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে ফিফা দ্য বেস্ট ২০২৪ এর আসর। সেখানেই পুরস্কৃত করা হয়েছে বর্ষসেরাখেলোয়াড়কে। ভিনিসিউস জুনিয়রের হাতে উঠেছে ২০২৪ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার। একই অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে ২০২৪এর বর্ষসেরা একাদশ। সেখানেই জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

বর্ষসেরা একাদশে ভিনিসিউসসহ সর্বোচ্চ পাঁচজন জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। তারা হলেনগত মৌসুম শেষে অবসর নেয়াটনি ক্রুস, জুড বেলিংহ্যাম, অ্যান্টনি রুডিগার এবং দানি কার্ভাহাল।

বর্ষসেরা একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ।বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও তার হাতেই উঠেছে।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগের দুই ল্কাব আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির দুই তারকা উইলিয়াম সালিবা রুবেনদিয়াস। গত সেপ্টেম্বরে ভিনিসিউস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডিঅর জেতা ম্যানসিটির মিডফিল্ডার রদ্রিও আছেন সেরাএকাদশে। ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি হেরেছেন ভিনিসিউসের কাছে। ম্যানসিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডও সেরাএকাদশে জায়গা পেয়েছেন।


ফিফা বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: এমি মার্টিনেজ (আর্জেন্টিনা অ্যাস্টন ভিলা),

ডিফেন্ডার: উইলিয়াম সালিবা (ফ্রান্স আর্সেনাল), রুবেন দিয়াস (পর্তুগাল ম্যানসিটি), অ্যান্টনি রুডিগার (জার্মানি রিয়ালমাদ্রিদ), দানি কার্ভাহাল (স্পেন রিয়াল মাদ্রিদ),

মিডফিল্ডার: টনি ক্রুস (জার্মানি রিয়াল মাদ্রিদ), রদ্রি (স্পেন ম্যানসিটি), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড রিয়াল মাদ্রিদ), 

ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (নরওয়ে ম্যানসিটি) এবং লামিনে ইয়ামাল (স্পেন বার্সেলোনা)

সর্বশেষ - জাতীয়