সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রতিবেদক
surmaparerkotha
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (বাঁ থেকে)। ফাইল ছবি

সুরমা পারের কথা ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। আজ সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের প্রতিনিধিদল দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন।

এর আগে, গতকাল রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির অপর দুই সদস্য সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান। তারা নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন প্রস্তুতির সম্পর্কে অবহিত কমিশনের কাছ থেকে হয়েছেন।

সর্বশেষ - জাতীয়