মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

মৌলভীবাজারের রাজনগরে পিকআপ ভ্যানচাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী  দুই বন্ধু।

সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন।

নিহতরা হলেন রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)।
আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া এলাকায়  পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, নিহত দুজন খুবই সম বয়সি। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটাস্থলেই তারা মারা যান।

অপরদিকে আহত রাজুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছে।

সর্বশেষ - জাতীয়