শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

নাহিদ রানাকে ওয়ালশের পরামর্শ, ফিটনেস ধরে রাখো

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৭, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

কোর্টনি ওয়ালশ বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন তিন বছর। এরপর ঢাকা ছেড়ে গেছেন, তা–ও পাঁচ বছরের বেশি হয়ে গেছে, যে কারণে নাহিদ রানাকে তাঁর দেখা হয়নি। দেখলেন এবার জ্যামাইকাতে। তাঁরই দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্যাবাইনা পার্কে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার।

রানা জানান, ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর কিংবদন্তি ফাস্ট বোলারের সঙ্গে তাঁর দেখা হয়েছে, কথাও হয়েছে। সাক্ষাতে রানাকে পরামর্শ দিয়েছেন ওয়ালশ, যার মধ্যে অন্যতম নিজের ফিটনেসে মনোযোগ দেওয়া।

রানা তাঁর ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজে। ভিন্ন ভিন্ন কন্ডিশনে কীভাবে বল করতে হয়, সেটি শেখার চেষ্টা করছেন জানিয়ে রানা বলেন, ‘যেসব দেশে যাচ্ছি, কন্ডিশন দেখে শিখছি। এখানে এসেও শিখলাম, এই পরিবেশে কীভাবে কোন লেংথে বল করতে হয়।’

রানা এখন লাল বলের টেস্ট ছেড়ে সাদা বলের ওয়ানডে ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

নাহিদ রানার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এ বছরেরই মার্চে। এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৬টি, ওয়ানডে মাত্র ১টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে তাঁকে খেলানোও হয়নি। পরের টেস্টে একাদশে সুযোগ পেয়েই গতির ঝড়ে ক্যারিবীয়দের দৃষ্টি কেড়েছেন রানা।

ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপ রানার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে টানা বল করে যাওয়া দেখে মুগ্ধ। লাইন–লেন্থের ওপর নিয়ন্ত্রণ এবং ৬ উইকেট তুলে নেওয়া দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও প্রশংসা করে পোস্ট করেছেন বিশপ। সাবেক ওয়েস্ট ইন্ডিজ স্পিনার স্যামুয়েল বদ্রির কাছে তো রানাকে ‘রত্ন’ বলে মনে হয়েছে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্য দিয়েছেন কোর্টনি ওয়ালশও। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার ম্যাচ শেষে কথা বলেছেন রানার সঙ্গে। বাংলাদেশের ২২ বছর বয়সী এই পেসার আজ সেন্ট কিটসে সাংবাদিকদের সেই সাক্ষাতের কথা জানিয়ে বলেন, ‘তিনি বলেছেন, “যেখানেই থাকো, ফিটনেস ধরে রেখো। নিজের প্রতি খেলায় রেখো, নিজের শরীরের যত্ন নিও।’”

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত