রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১৫, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।

স্থানীয়রা জানান, সিলেট শহরমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে চালক ও পাঁচজন যাত্রী হতাহত হন। ঘটনাস্থলেই আব্দুল মুকিত ও রুহুল আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চালক ও এক নারীসহ অন্যরা আহত হয়েছেন।

আহতদের বরাত দিয়ে ওসি মিজানুর আরও জানান, তারা পাঁচজন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুরের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন ও আব্দুল মুকিত নামে দুই যাত্রী মারা যান।

 

 

সর্বশেষ - জাতীয়