শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

তামিমের ডাকেই শাহিন আফ্রিদি বিপিএল খেলতে এলেন

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

সময়ে সময়ে পাকিস্তানের বহু ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) খেলেছেন। ব্যতিক্রম ছিলেন শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসার এবার প্রথম বিপিএল খেলতে এলেন, খেলবেন তামিম ইকবালের দল ফরচুন বরিশালে। তার ডাকেই নাকি বাংলাদেশে এসেছেন তিনি।

 

গতকাল ঢাকায় পা রেখেছেন শাহিন। মিরপুরে আজ হাজির হয়েছিলেন দলের অনুশীলনে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ২৪ বছর বয়সি ক্রিকেটার বলেন, ‘তামিম ভাই যখন আমাকে বরিশালের হয়ে খেলতে বলল, খুবই এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তাদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি বরিশাল ভালোই খেলবে।’

 

শাহিন খেলবেন বরিশালে, তার শ্বশুর শহীদ আফ্রিদি চিটাগাং কিংসের মেন্টর। এ নিয়ে শাহিন বলেন, ‘আসলে ব্যাপারটা ভালো। আমার জন্য ব্যাপারটা ভালো যে উনি খেলছেন না (হাসি)। মাঠে পরস্পরের মুখোমুখি হতে হবে না। তিনি দলের মেন্টর। আমি আশা করি বাংলাদেশের তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখবে।’

 

নিজেকে বড় তারকা মানেন কি না, এমন প্রশ্নে শাহিন বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’

সর্বশেষ - জাতীয়