শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

প্রতিবেদক
surmaparerkotha
নভেম্বর ১৬, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন। পঞ্চম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিশরা। ম্যাচটি তাদের কাছে নিয়মরক্ষার হলেও ব্যাপক গুরুত্বপূর্ণ ছিল ডেনিশদের কাছে। কারণ, স্পেনের বিপক্ষে জিতলে বা ড্র করতে পারলেও শেষ আটে জায়গা পেত ডেনমার্ক।

কিন্তু শুক্রবার (১৫ নভেম্বর) রাতে কোপেনহেগেনে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে ডেনমার্ক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করতে হবে ডেনমার্ককে। সেটি করতে পারলে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে তারা।

এদিন ম্যাচের ১৫ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী স্পেন। ৫৮ মিনিটে আয়োজ পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা।

৮৪ মিনিটে স্বাগতিক ডেনমার্কের হয়ে একটি গোল করেন গুস্তাব আইজেকসেন। শেষ বাঁশির সমতাসূচক গোলটি পায়নি ডেনমার্ক। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।

এতে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক। ৫ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সুইজারল্যান্ড।

সর্বশেষ - জাতীয়