সুরমা পারের কথা ডেস্কঃ
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও শহীদদের স্মরণে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত লেখা পাঠাতে পারবে অংশগ্রহণকারীরা।
অংশগ্রহণকারীদের নিজের সাথে ঘটে যাওয়া বা নিজ চোখে দেখা জুলাইয়ের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট যেকোনো প্রকারের ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা পাঠাতে হবে।
এছাড়াও অংশগ্রহণকারীকে অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং লেখার ধারণক্ষমতা তিন হাজার (৩০০০) শব্দের মধ্যে হতে হবে। তাছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম ১০ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট)।