সুরমা পারের কথা ডেস্কঃ
মৌলভীবাজার কারাগার থেকে জামিনে মুক্তির পর কারা ফটকে ফের গ্রেফতারের ভয়ে দেয়াল টপকে পালালেন কনকপুর ইউনিয়ন চেয়ারম্যানসহ ৫জন।
কারাগারের মৃল ফটকের সম্মুখে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপস্থিতি খবর পেয়ে ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনসহ জামিন পাওয়া ৫জন এই কান্ড ঘটিয়েছেন। বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার গোমড়া এলাকার জেলা কারাগারে এঘটনাটি ঘটে। জানা যায়, গত ৩০ অক্টোবর মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রেফতার করে র্যাব-৯।
শুক্রবার ১ মাস ২৭ দিন কারাভোগ করার পর জামিনে মুক্তি পান রুবেল ও অন্যরা। এসময় মোট ১১জন মুক্তি পেলেও এর মধ্যে ৫ জন মেইন গেইট দিয়ে বের না হয়ে জেল সুপারের বাসার গেইট টপকে পালিয়েরযান বলে জানাগেছে। জেল থেকে মুক্তির পর কারাগার থেকে বের হয়ে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুনরায় গ্রেফতার এড়াতে পাশের দেয়াল টপকিয়ে পালিয়ে যান তারা। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানাগেছে, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল, কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো: মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ নিয়ম অনুযায়ী কারাগার থেকে জামিনে মুক্তির এমন ঘটনা ঘটে।