সুরমা পারের কথা ডেস্কঃ
বাংলাদেশ তখন ব্যাট করছে। ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতির বল টেনে মিড উইকেটে পাঠিয়েছিলেন জাকের আলী। বল পাঠিয়েই ছুটেছিলেন রান নিতে। অন্যদিকে বাউন্ডারি লাইনে ওবেদ ম্যাকয় ক্যাচ ধরতে ডাইভ মারেন। ক্যাচ তো নিতেই পারেননি, উল্টো আঘাত পেয়ে উঠতে পারছিলেন না তিনি। ততক্ষণে দুইবার জায়গা বদলে তৃতীয় রানের জন্য দৌড় শুরু করবেন জাকের ও শামিম পাটোয়ারি। কিন্তু প্রতিপক্ষের ফিল্ডারের আহত হওয়ার বিষয়টি টের পেয়েই দৌড় থামিয়ে দেন তারা। কমেন্ট্রিবক্সে বসে এই দৃশ্য দেখে বাংলাদেশের দুই ব্যাটারের প্রশংসা করেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
ঘটনাটি গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির। বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে এই ঘটনা ঘটে। ধারাভাষ্যকার ইয়ান বিশপ তাৎক্ষণিকভাবে জাকের-শামিমের উদারতাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে আখ্যা দেন।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখতে বছরের সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরস্কারের ক্ষেত্রে প্রতিপক্ষ, প্রতিপক্ষের অধিনায়ক ও দল, আম্পায়ারের ভূমিকা, ক্রিকেটের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলো আমলে নেয়া হয়।
২০১১ থেকে ২০২২ পর্যন্ত টানা এই পুরস্কারটি খেলোয়াড়রা জিতেছেন। তবে ২০২৩ সালে জিম্বাবুয়ে দল হিসেবে স্পিরিট অব ক্রিকেট জেতে। বাংলাদেশ দল বা বাংলাদেশের কোনো খেলোয়াড় এখন পর্যন্ত এই পুরস্কার জেতেননি।