সুরমা পারের কথা ডেস্কঃ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের অন্তর্গত খাইরগাঁও বিসমিল্লাহ একাডেমির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে শনিবার সকাল ১১টার দিকে বিসমিল্লাহ একাডেমির হল রুমে ফাউন্ডার মাওলানা আলী আসগর এর সভাপতিত্বে ও ফাউন্ডার শামিম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইশ্রাইল আলী মেম্বার, আমির হোসেন আমু, আবদুল হক শাকিল, ডাক্তার আজহার আলী, বিসমিল্লাহ একাডেমির ফাউন্ডার মাওলানা জুয়েল আহমদ আমিনী, মানিক আহমদ, সুরুজ্জামান শিপু, ক্বারি আরব আলী, হান্নান আকাশ, সানোয়ার হোসেন, রিপন মাহমুদ, সুরুজ আলী, সাবেক মেম্বার আবদুস সালাম খাঁন, মাওলানা মাহবুব মু. সেজু মাহী, ক্বারি ফারুক আহমদ।
বক্তারা বলেন, বর্তমান আধুনিক যুগে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। যেহেতু গ্রামে কয়েকজন ফাউন্ডার মিলে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেহেতু খাইরগাঁও বিসমিল্লাহ একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তির জন্য সকল অভিভাবকদের প্রতি আহবান জানান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি খালেদ আহমদ।