সুরমা পারের কথা ডেস্কঃ
ক্ষুব্ধ বিএনপি নেতা খান জামাল ও জুলাই বিপ্লবে চোখ হারানো টিপু। বিপিএল এর কনসার্টে উপেক্ষিত জুলাই বিপ্লবের আহতরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে নামনে রেখে সিলেটে জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কনসার্টের টিকিটি বিভিন্ন মূল্যে বিক্রি করেছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা, এই খরচে দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে গান শুনতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট ৪ হাজার টাকা। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে দেড় হাজার টাকা খরচ করে।
অনুষ্ঠানটি আয়োজনের শুরু থেকে বিসিবির চরম অব্যবস্থাপনা লক্ষ করা গেছে। এই আয়োজনে বিগত জুলাই বিপ্লবে সিলেটের রাজপথে আহতদের যথাযত মূল্যায়ন করা হননি, পর্যাপ্ত পরিমানের টিকিট তাদের জন্য সংরক্ষিত রাখা হয়নি। এমনকি বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন না, অনুষ্টান আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে তাদের আধিপত্য লক্ষ করা গেছে। এমনকি জুলাই বিপ্লবের পক্ষের গণমাধ্যমকর্মীরাও কানসার্টের দাওয়াত পাননি। রবং বিগত দোসর সরকারের লেজুড়বিত্তি করা ও ফ্যাসিস্ট সরকারের সময়ের সুবিধাভোগী গণমাধ্যম কর্মীরা রয়েছেন বহাল তবিয়তে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একটি সিন্ডিকেট পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে। এটি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবের অঙ্গ হারানো ও বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে।
সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল ফেইসবুকে আক্ষেপ করে লিখেছেন- ‘আজকের কনসার্ট অনুষ্ঠানের কার্ড/ টিকেটের জন্য অনেকেই আমাকে কল করছেন। আহতদের একটা তালিকা করে দিয়েছিলাম। একটু আগে চোখেঁ গুলিবিদ্ধ প্রিয় সহকর্মী ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুর নিকট থেকে জানতে পারলাম সেই তালিকার কার্ড ঠিকমতো প্রদান করা হয়নি। এছাড়া আন্দোলন সংগ্রামে আহত, নির্যাতিত ও কারাবন্দী বিশেষ করে ২০২৪ সালের মরনপন লড়াইয়ের প্রিয় সহকর্মী ও সহযোদ্ধাদের বেশিরভাগ নেতাকর্মীদের কার্ড/ টিকেট প্রদানের ব্যবস্থা করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সহকর্মীদের বাদ দিয়ে এই কনসার্টে যাওয়া আমার জন্য নৈতিকতা বিবর্জিত হবে বিদায় কনসার্টে যাওয়া থেকে আমি বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এটা আমাদের দলীয় অনুষ্ঠান নয় এজন্য সকলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহত ও নির্যাতিত নেতাকর্মীদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকবো ইনশাআল্লাহ।’
আন্দোলনে চোখ হারানো ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুর একটি স্ট্যাটার শেয়ার দিয়ে তিনি লিখেছেন- ‘দুঃখজনক। দায়িত্বশীল নেতৃবৃন্দ এ দায় এড়াতে পারেননা। আন্দোলনের সময় মাঠে না থাকা নেতৃত্বের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়না।’
জুলাই বিপ্লবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারানো সিলেট মহানগর ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু ফেইসবুক পোষ্টে লিখেছেন- ‘আজকের বিপিএল কনসার্ট অনুষ্ঠানের জুলাই আগস্ট বিপ্লবে আহতদের যে আসন ব্যবস্থা করা হয়েছে। তার জন্য আহত অনেক সহযোদ্ধা আমাকে কল দিয়ে আসন কার্ডের জন্য বলতেছেন। আসন কার্ড বা অনুষ্ঠানের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি নিজেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো না। বিনীত অনুরোধ দয়া করে আমাকে এই বিষয়ে কেউ কল দিবেন না।’
আব্দুস সালাম টিপু ফেইসবুক পোষ্টের কমেন্টে নির্যাতিত সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন লিখেছেন- ‘যাদের এই ৮ বছর দেকি নাই তারা আজ মাঠে বিআইপি কার্ড নিয়ে গুরতেছে।’